শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ প্রশ্নোত্তর

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ Sheikh Rasel Online Quiz Questions and Answers 2023. প্রতি বছরের মত এ বছরেও শেখ রাসেল কুইজ রেজিস্ট্রেশন 2023 শুরু হয়ে গেছে।
শেখ রাসেল কুইজ রেজিস্ট্রেশন 2023
দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন। কুইজ প্রতিযোগিতা ক এবং খ গ্রুপে ভাগ করা হয়েছে। অংশগ্রহণকারীদের বয়স অনুযায়ী আলাদা গ্রুপে রেজিস্ট্রেশন করতে হবে।
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ যারা অংশগ্রহণ করতে পারবে:
- গ্রুপ ক: ৮-১২ বছর
- গ্রুপ খ: ১৩-১৮ বছর
নিবন্ধন:
০১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩, রাত ১২টা পর্যন্ত অনলাইনে (quiz.sheikhrussel.gov.bd) নিবন্ধন করা যাবে।
অনলাইন প্রতিযোগিতা:
গ্রুপ ক: ৮-১২ বছর | ০২ অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট। |
গ্রুপ খ: ১৩-১৮ বছর | ০৩ অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট। |

পুরস্কার:
গ্রুপ ক: ৮-১২ বছর | ৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন) |
গ্রুপ খ: ১৩-১৮ বছর | ৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন) |
নিয়মাবলি:
- কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
- একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
- প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
- সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
- সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
- কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
- চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
- ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
কুইজের বিষয়:
- শেখ রাসেলের জন্ম,
- দুরন্ত শৈশব,
- শিক্ষা জীবন,
- স্বপ্ন,
- ভ্রমণ,
- পছন্দ,
- খেলাধুলা,
- তাঁর উপর রচিত গ্রন্থ,
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্ত
সহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ প্রশ্ন ও উত্তর – Sheikh Rasel Quiz Questions and Answers 2023
এখান থেকে দেখে নিন শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা কুইজের বিষয় (শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।)বিষয়ক প্রশ্ন ও উত্তর।
আশাকরি প্রতিযোগিতা বিষয়ক এই প্রশ্নগুলোর উত্তর ভাল করে আয়ত্ত করতে ও রাখতে পারবেন তাদের জন্য শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অনেক সহজ হবে।
শেখ রাসেল সম্পর্কে প্রশ্ন
শেখ রাসেল দিবস কবে?
উত্তরঃ ১৮ অক্টোবর।
শেখ রাসেল দিবস কোন শ্রেণিভুক্ত দিবস?
উত্তরঃ শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস।
মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে কত তারিখে অনুমােদন দেওয়া হয়?
উত্তরঃ ২৩ আগস্ট ২০২১ মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে অনুমােদন দেওয়া হয়।
সরকারি উদ্যেগে প্রথমবারের মত শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয় কবে?
উত্তরঃ ১৮ অক্টোবর ২০২১
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ শেখ হাসিনা।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৮৯ সালের ২০শে ফেব্রুয়ারি।
প্রশ্নঃ শেখ রাসেলকে কত বছর বয়সে বন্দী জীবন কাটাতে হয়?
উত্তরঃ সাত বছর বয়সে।
প্রশ্নঃ কত বছর বয়সে রাসেলের পিছনে গোয়েন্দা লেগেছিল?
উত্তরঃ মাত্র দেড় বছর বয়সে।
প্রশ্নঃ “বাপের পিছনে গোয়েন্দা লাগে 28 বছর বয়সে মাত্র দেড় বছর বয়সের ছেলের পিছনে“ উক্তিটি কার ছিল?
উত্তরঃ শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর।
প্রশ্নঃ শেখ রাসেলকে কোথায় বন্দী করে রাখা হয়?
উত্তরঃ ঢাকার ধানমন্ডি 18 নম্বর বাড়িতে।
প্রশ্নঃ ২৬শে মার্চ বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর রাসেলের পরিবার কোথায় আশ্রয় নিয়েছিলেন?
উত্তরঃ পাশের বাসায়।
প্রশ্নঃ শেখ রাসেলের প্রথম কারাগার দেখা হয় কবে?
উত্তরঃ ১৯৬৬ সালের ৮ই মে।
প্রশ্নঃ শেখ রাসেলের মৃত্যু কোথায় হয়?
উত্তরঃ শেখ রাসেলের মৃত্যু হয় ঢাকার ধানমন্ডিতে।
প্রশ্নঃ শেখ রাসেলের আদি নিবাস কোথায়?
উত্তরঃ গোপালগঞ্জ।
শেখ রাসেলের জন্ম
১। শেখ রাসেল কে?
উত্তরঃ শেখ রাসেল বাংলাদেশের রাজনৈতিক নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।
২। শেখ রাসেল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।
৩। শেখ রাসেলের বাবার নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪। শেখ রাসেলের মাতার নাম কি?
উত্তরঃ শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
৫। শেখ রাসেলের ভাই-বােন কত জন?
উত্তরঃ পাঁচ ভাই-বােন।
৬। পাঁচ ভাই-বােনের মধ্যে রাসেলের অবস্থান কততম?
উত্তরঃ সর্বকনিষ্ঠ।
৭। শেখ রাসেলের ভাইদের নাম কি?
উত্তরঃ শেখ কামাল, শেখ জামাল
৮। শেখ রাসেলের বােনদের নাম কি?
উত্তরঃ শেখ হাসিনা, শেখ রেহানা।
৯। শেখ রাসেলের বড় ভাই এর নাম কি?
উত্তরঃ শেখ কামাল।
১০। শেখ রাসেলের ছোটো ভাই এর নাম কি?
উত্তরঃ শেখ জামাল।
১১। শেখ রাসেলের বড় বোনের নাম কি?
উত্তরঃ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২। শেখ রাসেলের ছোটো বোনের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শেখ রেহানা।
১৩। শেখ রাসেল নামটি কে রেখেছিলেন?
উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৪। কোন অনুপ্রেরণা থেকে বঙ্গবন্ধু তার কনিষ্ঠ পুত্রের নাম রাখেন শেখ রাসেল।
উত্তরঃ বার্টান্ড রাসেল।
১৫। শেখ রাসেল নামকরণে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?
উত্তরঃ মা বেগম ফজিলাতুন নেছা মুজিবের।
১৬। রাসেলের জন্মের আগের মুহূর্তগুলাে কেমন ছিল?
উত্তরঃ ভীষণ উৎকণ্ঠার।
১৭। শেখ রাসেলের জন্ম কয়টায়?
উত্তরঃ শেখ রাসেলের জন্ম রাত দেড়টায়।
১৮। শেখ রাসেলের যেদিন জন্ম হয় বঙ্গবন্ধু সেদিন কোথায় অবস্থান করছিলেন?
উত্তরঃ ফাতেমা জিন্নাহর পক্ষে প্রচারণায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন।
১৯। শেখ রাসেলের স্বল্পায়ু জীবন কত?
উত্তরঃ মাত্র ১০ বছর ৯ মাস ২৭ দিনের স্বল্পায়ু জীবন ছিল।
২০ প্রশ্নঃ বিশ্ব শিশু দিবস কবে পালিত হয়?
উত্তরঃ প্রতিবছর ১৭ই মার্চ বিশ্ব শিশু দিবস পালিত হয়।
শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ শেষ মুহূর্তের প্রস্তুতি
শিক্ষা জীবন
১। শেখ রাসেল কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তেন?
উত্তরঃ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের
২। শেখ রাসেল কোন শ্রেণিতে পড়তেন?
উত্তরঃ চতুর্থ শ্রেণিতে পড়তেন।
৩। শেখ রাসেলের মাতৃশিক্ষায়তনের নাম কি?
উত্তরঃ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ।
৪। ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয় কত বছর বয়সে
উত্তরঃ ৪ বছর বয়সে।
৫। শেখ রাসেলের শিক্ষিকার নাম কি?
উত্তরঃ গীতালি দাস গুপ্তা।
৬। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কোন শ্রেণীর ছাত্র ছিল?
উত্তরঃ মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
শেখ রাসেলের দুরন্ত শৈশব
১। শৈশব থেকে শেখ রাসেল কেমন ছিলেন?
উত্তরঃ শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত
২। শেখ রাসেল তার বােন শেখ হাসিনাকে কি নামে ডাকতাে?
উত্তরঃ হাসু আপা।
৩। শেখ রেহানাকে কি বলে ডাকতেন শেখ রাসেল।
উত্তরঃ “দেনা আপু”।শেখ রাসেলের পরিচিতির কারণ কি?
৪। শেখ রাসেলের পরিচিতির কারণ কি?
উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।
৫। কত বছর বয়সে ১৯৭১ সালে শেখ রাসেল নিজেই বন্দি হয়ে যান?
উত্তরঃ .৭ বছর বয়সে।
স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা
১। শেখ রাসেল গ্রামে বেড়াতে যেয়ে কিকি করতেন?
উত্তরঃ ছােট ছােট গরিব শিশুর প্রতি তার দরদ ছিল, যখন সে গ্রামে যেতাে, গ্রামের অনেক শিশুকে সে জোগাড় করতাে। সে কাঠের বন্দুক বানাতাে। বাচ্চাদের সে প্যারেড করাতাে।
২। ১৯৭২ সালের জুলাই মাসে বঙ্গবন্ধু চিকিৎসার জন্য লন্ডন গেলে রাসেল কি কিনতে বায়না ধরে?
উত্তরেঃ রাসেল বায়না ধরে তার শিক্ষকের জন্য নতুন সিনথেটিক শাড়ি কিনতে হবে।
৩ । কালাে বড় পিঁপড়া দেখলে শেখ রাসেল কি বলত?
উত্তরঃ ভুট্টো!
৪। টমি কে?
উত্তরঃ চার বছর বয়সেই সে বাড়ির পােষা কুকুর
৫। শেখ রাসেল বাড়ির কাজের ছেলে আব্দুল মিয়াকে কি বলে ডাকতাে?
উত্তরঃ ‘ভাই’ বলে ডাকতাে।
৬। শেখ রাসেলের কি শখ ছিল?
উত্তরঃ রাসেলের মাছ ধরার খুব শখ ছিল।
৭। টিটো কে?
উত্তরঃ তার খেলার সাথী টিটো
৮। কালাে বড় পিঁপড়া দেখলে শেখ রাসেল কি বলত?
উত্তরঃ ভুট্টো!
৯ । গীতাঞ্জলি বড়ুয়া কে?
উত্তরঃ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সহপাঠী
১০। শেখ রাসেল ক্রীড়াচক্র কেন প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ শেখ রাসেলের স্মৃতিকে জাগরূক রাখার জন্য শেখ রাসেল ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করা হয়।
১১। প্রশ্নঃ শেখ রাসেল ক্রীড়া চক্র বলতে কী বুঝায়?
উত্তরঃ শেখ রাসেল ক্রীড়া চক্র বলতে বাংলাদেশের একটি ফুটবল ক্লাব কে বোঝায়। যা শেখ রাসেল ক্রীড়া চক্র নামে অভিহিত করা হয়েছে। উক্ত ক্লাবের দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন।
১২ প্রশ্নঃ শেখ রাসেল ক্রীড়া চক্রের পূর্ণ নাম কি?
উত্তরঃ শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা।
১৩। প্রশ্নঃ শেখ রাসেল ক্রীড়া চক্র কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৫ সালে।
১৪। প্রশ্নঃ শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশের কখন, কবে এবং কোথায় খেলার মাধ্যমে যাত্রা শুরু করে?
উত্তরঃ ১৯৯৫সালে পাইওনিয়ার ফুটবল লিগে খেলার মাধ্যমে এর মাধ্যমে প্রথম যাত্রা শুরু করে।
তাঁর উপর রচিত গ্রন্থ
১। আমাদের ছােট রাসেল সােনা’ বইটি কে লিখেছে?
উত্তরঃ শেখ হাসিনা।
২। আমাদের ছােট রাসেল সােনা বইটি কোথা থেকে প্রকাশিত হয়েছে?
উত্তরঃ আমাদের ছােট রাসেল সােনা বইটি বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত হয়েছে।
৩। শেখ হাসিনা আমাদের ছােট রাসেল সােনা বইয়ের ২১ পৃষ্ঠায় লিখেছেন, কারাগারে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে কত দিন পরপর যেতেন?
উত্তরঃ ১৫ দিন পরপর।
প্রশ্নঃ “আমাদের ছোট্ট রাসেল সোনা” বইটি কবে প্রকাশিত হয়?
উত্তরঃ বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে।
প্রশ্নঃ বইটিতে শেখ রাসেলের স্মৃতিকথা কে লিখেছিলেন?
উত্তরঃ শেখ হাসিনা ও শেখ রেহানা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্ত
১। শৈশব থেকে শেখ রাসেল কেমন ছিলেন?
উত্তরঃ শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের।
২। শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী কি ছিল?
উত্তরঃ শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী ছিল বাই-সাইকেল।
৩। শেখ রাসেল অভিমান করে কাকে ‘আব্বা ‘আব্বা বলে ডাকে?
উত্তরঃ রাসেল তার মাকে ‘আব্বা আব্বা’ বলে ডাকতো।
৪। ১৯৭১ সালে শেখ রাসেলের পরিবারের সদস্যরা কিভাবে কাটিয়েছেন?
উত্তরঃ ১৯৭১ সালে রাসেল তাঁর মা ও দুই আপাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ধানমণ্ডি ১৮ নম্বর সড়কের একটি বাড়িতে বন্দি জীবন কাটিয়েছেন। পিতা বঙ্গবন্ধু | তখন পাকিস্তানের কারাগারে বন্দি এবং বড় দুই ভাই শেখ কামাল ও শেখ জামাল চলে গেছেন মুক্তিযুদ্ধে। মা ও আপাসহ পরিবারের সদস্যরা ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর মুক্ত হন। রাসেল ‘জয় বাংলা’ বলে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন চলছে বিজয়-উৎসব।
৫। ভাইয়া আমাকে মারবে না তাে? এ কথাটি শেখ রাসেল কাকে উদ্দেশ্য করে বলে?
উত্তরঃ ব্যক্তিগত কর্মচারী এ এফ এম মহিতুল ইসলামকে উদ্দেশ্য করে বলে।
৬। রাসেলের কত বছর বয়স, যখন শেখ রাসেলের ভাগ্নে সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়?
উত্তরঃ মাত্র ৭ বছর বয়স।
৭। ৮ ফেব্রুয়ারি ২ বছরের ছেলেটা এসে বলে, আব্বা বাড়ি চলো। কী উত্তর ওকে আমি দিব। ওকে ভোলাতে চেষ্টা করলাম, ও তো বোঝে না আমি কারাবন্দি। ওকে বললাম, তোমার মার বাড়ি তুমি যাও। আমি আমার বাড়ি থাকি। আবার আমাকে দেখতে এসো। ও কি বুঝতে চায়! কি করে নিয়ে যাবে এই ছোট্ট ছেলেটা, ওর দুর্বল হাত দিয়ে মুক্ত করে এই পাষাণ প্রাচীর থেকে! – এ উক্তিটি কে, কি উদ্দেশ্যে করেছিল?
উত্তরঃ কারাগারের রোজনামচা’তে শেখ রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন।
৮। শেখ রাসেল কে কিভাবে হত্যা করা হয়?
উত্তরঃ একজন ঘাতক রাসেলকে ভেতরের ঘরে নিয়ে গিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে।
৯। ১৯৭২ সালে জাপানী চলচ্চিত্রকার Nagisa Oshima নির্মিত ‘Rahman, Father of Bengal স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জাপানি সাংবাদিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার গ্রহণের সময় প্রশ্ন করেছিলেন, ‘লক্ষ করছি একটি ছোট্ট ছেলে সবসময় আপনার চারপাশে ঘুরঘুর করে। ছেলেটি কে? কেন সবসময় আপনার চারপাশে থাকে?’… উত্তরে বঙ্গবন্ধু কি বলেছিলেন?
উত্তরঃ উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন-,‘ছেলেটির বাবা সবসময়ই কারাগারে থাকতো। ফলে সে তার বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমি তার বাবা, তাই সবসময় তাকে কাছে রাখি।
১০। ১৫ আগস্ট সমাবর্তন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে স্যালুট জানানোর জন্য বাছাই করা হয়েছিল কাকে?
উত্তরঃ ১৫ আগস্ট সমাবর্তন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে স্যালুট জানানোর জন্য বাছাই করা হয়েছিল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৬ জন সদস্যকে। তাদের মধ্যে অন্যতম চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল।
১১। কোন কবি শেখ রাসেলকে নিয়ে কবিতা লিখেছেন?
উত্তরঃ
আমি মায়ের কাছে যাবো-শেখ রাসেল: নওশের আলী হিরা
শেখ রাসেল কবিতা – মোঃ নাজমুল হাসান
শেখ রাসেলের জন্মদিনে – শচীন্দ্র নাথ গাইন
‘স্মরণের আবরণে আমার বুঁচুসোনা শেখ রাসেল’ – গীতালি দাশগুপ্তা
’শেখ রাসেলঃ একটি ফুলের মতো শিশু’ – বেবী মওদুদ
’বাপের পেছনে গোয়েন্দা লাগে ২৮ বছরে, ছেলের পেছনে লাগল দেড় বছরেই’ – অজয় দাশগুপ্ত
শেখ রাসেল ও তার হাসু আপা’ – ড. রাশিদ আসকারী
শেখ রাসেল স্মৃতিসুধায় পূর্ণ তুমি – ড. মিল্টন বিশ্বাসঃ
জন্মগত সচেতন শেখ রাসেল – সরদার মাহামুদ হাসান রুবেলঃ
আদরের রাসেল – জাফর ওয়াজে
১২। তুইতো গল্পের বই, খেলনা নিয়ে সবচেয়ে পরিচ্ছন্ন বয়সেতে ছিলি! তবুও পৃথিবী আজ এমন পিশাচি হলো শিশুরক্তপানে তার গ্লানি নেই? সর্বনাশী, আমার ধিক্কার নে! যত নামহীন শিশু যেখানেই ঝরে যায় আমি ক্ষমা চাই, আমি সভ্যতার নামে ক্ষমা চাই।…কবিতার লাইনগুলি কার?
উত্তরঃ দুই বাংলার বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের শিশুরক্ত’ কবিতার লাইন।
প্রশ্নঃ শেখ রাসেলরা কয় ভাই বোন ছিলেন?
উত্তরঃ পাঁচ ভাই-বোন।
প্রশ্নঃ শেখ রাসেলের মৃত্যুর কারণ কি ছিল?
উত্তরঃ হত্যা।
প্রশ্নঃ শেখ রাসেলের বড় বোন কে এবং তার উপাধি কি?
উত্তরঃ শেখ হাসিনা। তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী।
প্রশ্নঃ শেখ কামালের উপাধি কি?
উত্তরঃ বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন শেখ কামাল।
প্রশ্নঃ শেখ জামাল এর উপাধি কি?
উত্তরঃ ১৯৭১ সালের মুক্তিবাহিনীর সংগঠক ছিলেন শেখ কামাল।
প্রশ্নঃ শেখ রেহানার উপাধি কি?
উত্তরঃ শেখ রেহানা হলেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ।
প্রশ্নঃ শেখ রাসেলের ব্যক্তিগত কর্মচারীর নাম কি ছিল?
উত্তরঃ এ এফ এম মহিতুল ইসলাম।
প্রশ্নঃ হত্যাকাণ্ডের দিন দৌড়ে গিয়ে শেখ রাসেল মহিতুল ইসলামকে কি বলেছিল?
উত্তরঃ ভাইয়া আমাকে মারবে না তো? শেখ রাসেল কান্নাকাটি করে বলেছিল আমি মায়ের কাছে যাবো!
প্রশ্নঃ শেখ রাসেলের প্রথম কারাগার দেখা হয় কবে?
উত্তরঃ ১৯৬৬ সালের ৮ই মে।
প্রশ্নঃ শেখ রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু উপাধি কি ছিল?
উত্তরঃ পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শেখ রাসেল কুইজে কিভাবে পরীক্ষা দেবে | How to Exam Sheikh Russel Quiz 2023
গুগলে সার্চ দেওয়া আরো কিছু ফলাফল:
শেখ রাসেল কুইজে কিভাবে পরীক্ষা দেবে?
How to exam sheikh Russel Quiz 2022?
Sheikh Russel Quiz
কুইজে কোথায় গিয়ে পরীক্ষা দেবে?
প্রশ্ন কোথায় থাকবে?
কিভাবে পরীক্ষা দেবে,
কোথায় পরিক্ষা দেবে?
কেমন পরীক্ষা দেবে?
রাসেল কুইজে কিভাবে পরীক্ষা দেবে?
How exam rasel quiz?
Rusel quiz exam 2022.
Russel quiz Exam 2022.
Mcq Russel quiz exam 2022.
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩
শেখ রাসেল কুইজ প্রশ্নোত্তর
শেখ রাসেল কুইজ রেজিস্ট্রেশন 2023
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ফলাফল 2022
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২১
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ login
শেখ রাসেল কুইজ লগইন
www.sheikh rasel.gov.bd 2023